আল্লাহ তায়ালার ৯৯টি নামের ফজিলত সবাই জেনে নিন - History VS Story

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 29, 2018

আল্লাহ তায়ালার ৯৯টি নামের ফজিলত সবাই জেনে নিন






আল্লাহর ৯৯ নামের মধ্যে ১২টি ফজিলত-আসমায়ে হোসনার ফজিলত-হযরত আবু হোরায়রা (রাঃবলেননবী করিম (সাঃএরশাদ করেছেন আল্লাহ তালার ৯৯টি নাম রয়েছে যে তা মুখস্থ করবে সে বেহেশ্তে প্রবেশ করবে।
এই হাদীসের অন্যত্র এরূপ আছেযে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে নিবে সে নিশ্চয়ই বেহেশতে প্রবেশ করবে। এই নাম গুলো হচ্ছে আল্লাহরযিনি ব্যতিত কোন মাবুদ নেই।
আল্লাহর ৯৯ নামের ১২টরি ফজিলত-ইয়া-আল্লাহ 
যে ব্যক্তি দৈনিক ১০০ বার আল্লাহর নামটি জিকির করবেআল্লাহপাক তার ঈমান দৃঢ় করবে। পার্থিব কোন লোভ-লালসা বা ছলনা তার ঈমান নষ্ট করতে পারবে না।
ইয়া-রাহমানুঃ
যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পরে ১০০ বার “ইয়া-রাহমানু” পড়বে ইনশাল্লাহ তার অন্তর থেকে সকল প্রকার কর্কশতা  গাফলতি দূর হবে।
ইয়া-রাহীমু 
যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পরে ১০০ বার “ইয়া-রাহীমু” পড়বে আল্লাহতালা দুনিয়াবিদ বালা মসিবত দূর করে দিবেন।
ইয়া-মালিকু 
যে ব্যক্তি ফজরের নামাজের পর প্রত্যহ ১০০ বার “ইয়া-মালিকু” বলবে আল্লাহতালা তাকে ধনী করে দিবেন।
ইয়া-কুদ্দুসু 
যে ব্যক্তি প্রত্যহ সূযাস্তের সময় এই নামটি ১০০ পাঠ করবে আল্লাহ তার মনের বিদ্বেষ দূর করে দিবেন।
ইয়া-সালাম 
যে ব্যীক্ত এই নামটি “ইয়া-সালাম” বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তার সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন।
ইয়া-মুমিনু 
যে ব্যক্তি কোন ভয়ের সময় ৩৩ বার এই নামটি পড়বে আল্লাহ পাক সর্ব প্রকার ভয়-ভীতি  ক্ষতি থেকে নিরাপদে রাখবেন।
ইয়া-মুহাইমিনু 
যে ব্যক্তি গোসল করে দুই রাকাত নামাজ পড়ে খাস দিলে ১০০ বার “ইয়া-মুহাইমিনু” এই নামটি পড়বে আল্লাহ তালা তার ভিতর  বাহির করে দিবেন।
ইয়া-আযিযু 
যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত একাধারে ৪০ বার “ইয়া-আযিযু” পড়বে আল্লাহপাক তাকে সম্মানিত  অমুখাপেক্ষী করে দিবেন।
১০ইয়া-জব্বারু 
কেউ যদি উক্তি নামটি হাতের আংটির পাথরে খোদাই করে ব্যবহার করেতবে সে যেখানেই গমন করুক না কে লোকে তাকে সম্মান করবে।
১১ইয়া-মুতাকাব্বিরঃ
যে ব্যক্তি নিদ্রা যাওয়ার পূর্বে অযু করে পবিত্রাবস্থায় এই নাম পাঠ করবেআল্লাহ তাকে ভয়-ভীতি পূর্ণ কোন স্বপ্ন দেখাবেন না।
১২ইয়া-খলিকু 
যে ব্যক্তি একাধারে  দিন পর্যন্ত এই নামটি সদা সর্বদা জিকির করিবেআল্লাহ তালা তাকে বিপদ-আপদ থেকে মুক্ত রাখবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here