যেনে নিন কোচ নিয়ে ক্রিকেট-ফুটবল একই সমতলে। - History VS Story

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 24, 2018

যেনে নিন কোচ নিয়ে ক্রিকেট-ফুটবল একই সমতলে।



লোকে বলেবাংলাদেশের প্রধানতম দুটি খেলার যাত্রা উল্টোমুখী। ক্রিকেট যখন জনপ্রিয়তায় আর প্রভাবে ধেই ধেই করে মগডালে চড়ে বসেছেফুটবল পেছাতে পেছাতে যেন মাটির কাছাকাছি।
কিন্তু ক্রিকেট আর ফুটবল এখন একই সমতলে এসে দাঁড়িয়েছে। দুটি খেলাকে একই বিন্দুতে মিলিয়ে দিয়েছে প্রধান কোচের বিষয়টি। বাংলাদেশ ক্রিকেট দলে প্রধান কোচ নেই আট মাস ধরে। দুমাস হলো জাতীয় ফুটবল দলে কোচ নেই। কোচ নিয়ে বড় সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সমস্যাকারণ ক্রিকেট-ফুটবল দুটি খেলাতেই বাংলাদেশের আগামী আন্তর্জাতিক সূচিটা খুব ব্যস্ত।  অবস্থায় প্রধান কোচ না থাকা মানে বাংলাদেশ অনেক ক্ষতি তাই বিসিবি কোচ বড় সমস্যায় পড়েছে





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here