বৎসরের একটি নির্দিষ্ট পূর্ণিমাতে পৃথিবী
সূর্য্য এবং চন্দ্রের মধ্যবর্তী স্থানে অবস্থান করে তখন পৃথিবীর ছাঁয়া চন্দ্রের উপর
পতিত হয় । এই ছায়াটি হলো চন্দ্রগ্রহ ।
চন্দ্রগ্রহ যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন ওই আলোতে আমাদের কোন ক্ষতি হয়না ।
চন্দের উপরে ছাঁয়া জনীত কারনে চন্দের আংশিক জায়গা দিয়ে যে আলোটা বা আলোক রশিটা পতিত হয় বলে
ওই আলোক রশিটার্ আমাদের ক্ষতি করে । এই আলোক কারনে কি কি ক্ষতি হবে জানুন
এই আলোর পড়ার কারনে আমাদের শরিলে যে কোন অশুভ শক্তি বির্স্তার করতে পারে আমাদের
শরীরের । এবং এই কারনে কোন গর্ব অস্ত ভ্রনের উপরে আমাদের চোখের উপরে এই আলোতে ক্ষতি
হয় তাই আমারা সবাই এই পূর্ণিমাতে চন্দ্রগ্রহের রাত্রে সর্কত থাকা দর ।আর এই সময় কোর গর্ববর্তী নারী রাত্রে কোন কিছু কাটে
তাহলে তার সন্তান হবার পর সেই সন্তার হবে হাত কাটা বা পা কাটা এং এই রাত্রে গর্ববর্তী
নারী কোন কিছু পান করে বা পারি খায় ও সময় ওই নারীর সন্তান হবে পারে যে কোন কঠিন সমস্যা
হতে পারে এবং এই রাত্রে কোন গর্ববর্তী নারী কোন কিছু কাটা কোন কিছু পান করা কোন কিছু
আঁকা সর্ম্পন্ন নিষেদ এং গর্ববর্তী নারী যদি রাত্রে কোন কিছু আকে ওই আকার সময় যদি কোন
লেখা আকা বাকা হয় তাহলে ওই নারীর সন্তান হবো হাতের এক আঙ্গুল বেশি তাই সকল নারী এই
নারী এই রাত্রে সতর্ক থাকা উচিত ।
চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসে এবং সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর। নক্ষত্র, গ্রহ ও উপগ্রহের এ অবস্থানকে চন্দ্রগ্রহণ বলে।
No comments:
Post a Comment