যেনে রাখুন কোন নবী কত বছর হায়াত পেয়েছেন । - History VS Story

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 25, 2018

যেনে রাখুন কোন নবী কত বছর হায়াত পেয়েছেন ।




আজ আমি আপনাদের জানাবো পৃথিবীতে যখন আল্লাহ তায়াল্লা নবী রাসূল প্রেরণ করেছে, তখন কোন নবী কত বছর হায়াত পেয়েনছেন তা আমরা অনেকেই সঠিক জানিনা  আজ আমি আপনাদের কে জানাবে । 
এবং কত বার জিব্রাঈল (আঃ)
এর
 
সাথে সরাসরি
 সাক্ষাত হয়েছে, 
……………………………………………………
আসলে একটি কথা না বলে পারছিনা, আমরা মুসলমান আমাদের করনীয় কি?
আমরা বিশ্বাস করি আমাদের খোদা আছে, কিন্তু আল্লাহ তায়ালা নবী করিম (সাঃ) যা আমাদেরকে যা বলেছেন তা হয়তো  আমাদের অনেকেই জানা নেই । তা আমি আপনাদেরকে জানাতে চাই । আল্লাহ তায়াল বলেছেন  তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যখনী তোমরা আমাকে ডাকবে আমি তখনী তোমাদের ডাকে সারা দিব । আল্লাহ তায়ালা আরো বলেছেন নামাজ বেহেস্তের চাবি নামাজ ছাড়া কোন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবেনা আমার আদেশ ছাড়া ।
 কোন নবী কত বছর হায়াত পেয়েনছেন। তা নিছে দেওয়া হলোঃ-

১।
 হযরত আদম (আঃ)।   ১২০০ বছরে ১২বারসাক্ষাত করেছে।   
২।
 হযরত শীস (আঃ)।৯১২ বছরে ৪৫বার।
৩।হযরত
 নূহ (আঃ)।১৪০০ বছরে ৪৫বার।
৪।হযরত
 ইব্রাহীম (আঃ)।১৩৫বছরে ৪২ বার।
৫।হযরত
 মূসা (আঃ)।১২০ বছরে ৪০০বার।
৬।হযরত
 ঈসা (আঃ)।৩৩ বছরে ১০বার।
৭।
 আমাদের রাসূল মুহাম্মাদ(সাঃ) ৬৩
বছর
 পৃথিবীতে ছিলেন।এবং এই ৬৩ বছরে হযরত
জিব্রাঈল(আঃ)
 এর সাথে কত বার
সাক্ষাত
 হয়এই ব্যপারে দুইটা উক্তি আছে।
(ক)
 প্রথম উক্তি হচ্ছে, ২৪০০০,(চব্বিশ হাজার বার)
(খ)
 দিত্বীয় উক্তি হচ্ছে, ২৭০০০,(সাতাশ হাজার বার)আমাদের করণীয় :-
আমাদের
 আরেকটি কথা হলো কম বয়সে যতবেশি আমলকরতে পারবো ততই ভালো কারন।
মানুষ মরনশীল ( Man is motal)    তাই সময় থাকেতে আমল কর। সেই চেষ্টা কর।
বার বার বলি নামাজ ছাড়া কোন বান্দা বেহেস্তে প্রবেশ করতে পাববেনা।  
"হে আল্লাহ আমাদেরকে তোমার
নবী করিম (সাঃ) সাথে
 সাথে বেহেস্তে থাকার তৌফিক দান করুন। আমীন।


1 comment:

  1. casino.casino - Wooricasinos.info
    Casino.Casino Name,Casino Games,Casino Size,Owner,Casino Name,Casino bitcasino Size,Casino Type,Payout Speed,Payout 바카라 필승법 Speed,Date,Payout 파라오 도메인 Speed,Payout,Payout 슬롯 머신 게임 Speed,Payout 포커 페이스 뜻

    ReplyDelete

Post Top Ad

Responsive Ads Here