যেনে নিন মুস্তাফিজ রহমানের সুন্দর দুটি কবিতা - History VS Story

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 25, 2018

যেনে নিন মুস্তাফিজ রহমানের সুন্দর দুটি কবিতা

আমার আম-কাটা ছুরি
উদ্ভট এক চাঁদের সাথে সখ্য আছে আমার
সে আলোর বদলে দুঃখ বিলায়,
পাগল এক নদী কথা বলে আমার সাথে
স্রোতের বদলে অগ্নি দাউ দাউ!
এক পাহাড়ের ফিসফিসানিতে এগিয়েছিলাম
অনেকখানি-পরে দেখি ভিসুভিয়াস,
কয়লায়-ময়লায় তাপে-পাপে একাকার!
ভেবেছি বন্ধু আমার একান্ত ওই অন্ধকার,
তবুও ঝিঁঝি-জোনাকি পোকারা আমন্ত্রণ করে সভ্যজনে,
অন্ধকার খুঁজে ফেরে নিজেকে, অথবা আরেক অন্ধকারে,
আরও আছে জীবন আর জীবিকা,
অসুস্থ এক তিক্ত সিস্টেম,
সপ্তাহান্তে পে-চেক, কাজে আর ট্যাক্সে,
মজুরি আর মেহনতে
এক না-মেলা হিসাবের খেলা!
দুপাশ ধারে এলোমেলো



আমার আম-কাটা ছুরি!
জীবনের অঙ্ক থেকে
সম্ভবত সকাল হবে আবারও, শীতের রসের ফোঁটায় সিক্ত
কুয়াশার চাদরে সবুজের নকশাময় কোন এক মৃদুমন্দ সকাল
প্রিয় নদী, প্রিয় জল, প্রিয় স্রোতে গা ভাসানো থেমে যাওয়া
হবে তবু অন্য কারও, অন্য কোন প্রেক্ষাপট,
সম্ভবত আরও একটি ফুল ফুটবে অবশ্যই, রাতের শেষে আর
ভোরের আগে, দর্শকের অভাবে ঝরে যাবে না সে কোনোমতেই,
একটি মিষ্টি গানও থাকবে আশা করি, অভিনয়ে অভিভূত হয়ে
বলবে পরিচিত কেউ ‘‘ যেন ছিল স্বপনে লুকিয়ে’’,
সম্ভবত পাশের বাড়ির গেরুয়া বিড়াল অপেক্ষায় থাকবে
গৃহস্থের কিঞ্চিৎ অসতর্কতার, ধরা না পড়ার শিল্প যার
আক্ষরিক নখদর্পণে, এটুকু অত্যাচার মেনে নেওয়াই যায়
চায়ের কাপে যদি থাকে যথেষ্ট সব গরম খবর,
সম্ভবত মধুর ক্যানটিনে টেবিলে তবলা, খালি কাচের গ্লাসের ঝনঝন,
থালাবাটির সসার না হয় ড্রোনের মতো ওড়াউড়ি,
কলিজা ভুনা আর তেল চুপচুপে লুচি নামের শাহবাগ
সব পেরিয়ে চির চলমান বেহেশতি কলাভবন,
সম্ভবত নাগরদোলায় মেলা চড়ে অব্যাহত থাকে সরল ফুর্তি,
বরফকুচিতে রঙের গলাগলি, আরও চলে জীবনের সার্কাস,
ফুরিয়ে আসা বিকেলে আরও বাড়তি দুদিনের ঘোষণা
শিশুমনে অপার্থিব সুখের দীপ্ত পদচারণ,
সময়, এক আশ্চর্য পরিহাস, সম্ভাবনা থেকে যায়
শুধু সময় ফুরিয়ে আসে, জীবনের অঙ্ক থেকে বিয়োগ হতে থাকে
তুমি নামক এক বস্তু, এই জীবনে সেই জীবন আর হয়ে ওঠে না!


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here