যেনে নিন শবে বরাত উপলক্ষে কিছু গুরুত্বপূর্ন কথা। - History VS Story

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 23, 2018

যেনে নিন শবে বরাত উপলক্ষে কিছু গুরুত্বপূর্ন কথা।



ধর্মীয় মর্যাদা  ভাবগম্ভীর পরিবেশে আজ মঙ্গলবার রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। ইসলাম ধর্মে এই রাতটি অত্যন্ত বরকতময়। এই রাতেই পরবর্তী এক বছরের জন্য মহান আল্লাহ তাআলা বান্দাদের রিজিক  হায়াত নির্ধারণ করেনরোগ থেকে মুক্তি দেন  দোয়া কবুল করেন। এই রাতকে বলা হয় ‘সৌভাগ্যের রজনী শবে বরাতের মধ্য দিয়েই আসে পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা।  কারণে মুসলিম উম্মাহর কাছে রাতটি অত্যন্ত মহিমান্বিত।
পবিত্র শবে বরাত উপলক্ষে  পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য এবং সমগ্র পৃথিবীর জন্য কল্যাণ  শান্তি কামনা করেছেন।
এদিন ধর্মপ্রাণ মুসল্লিরা নফল রোজা রাখবেন। কোরআন তিলাওয়াতজিকির-আজকারে মগ্ন থেকে আল্লাহর রহমতবরকত  ক্ষমাপ্রার্থনা এবং দান-খয়রাত করবেন। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত নিকটজনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। মসজিদগুলোতে সন্ধ্যা থেকেই মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকবে।  ছাড়া অনেক বাড়িতে বিকেলে রুটিহালুয়াসহ উপাদেয় মিষ্টি খাবার তৈরি করা এবং প্রতিবেশী  গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করবেন



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here