যেনে নিন হিন্দুরা মূর্তি পূজা করে কেন - History VS Story

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 23, 2018

যেনে নিন হিন্দুরা মূর্তি পূজা করে কেন



 
আসল কথা হলো হিন্দুরা মূর্তি পূজা করে এই কারনে সেটা হলো তারা বিশ্বাস করে তাদের দেবতা আছে
এবং আর বিশ্বাস করে যে তারা কোন বিপদে পড়লে তাদের দেবতা তাদের কে উপকার তাদের এটার উপর অনেক আস্থা আছে
এই উদ্দেশ্য নিয়ে তাহারা মূর্তি পূজা করে।
এবং তারা আনন্দ পায় মনে করে তাদের দেবতা তাদেরকে আনন্দ দেয়।
একটি কথা যেনে নিন :-
 দূরে থাকা লোকটির
সঙ্গে কথা বলা অসম্ভব। ঠিক
তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত
মূর্তির সাহায্য ছাড়া কেউ
দেবতার
সঙ্গে কথা বলতে পারে না।"
আসলে মূর্তি বা প্রতিকৃতি হল
দেবতা বা ইশ্বরের
সাথে যোগাযোগের মাধ্যম বিশেষ।
সুতরাং যারা সনাতনিদের
প্রতিমা পূজা কে
পৌত্তলিক বলে তাঁদের দার্শনিক
দারিদ্রতাই প্রবলভাবে ফুটে ওঠে।
কারণ সনাতন দর্শনেই সাকার 
নিরাকার উভয় ধরনের উপাসনার
মাধ্যমে ঈশ্বর পূজিত হন।   এই করে তারা মূর্তি পূজা করে।


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here