যেনে নিন অস্ট্রেলিয়ার মেলবোর্নে গাড়ির টানে বিমান চলে - History VS Story

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 23, 2018

যেনে নিন অস্ট্রেলিয়ার মেলবোর্নে গাড়ির টানে বিমান চলে




বড়সড় বিমান টেনে নিয়ে গিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল টেসলার মডেল এক্স এসইউভি গাড়ি। মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে  লাখ ৮৭ হাজার পাউন্ডের প্রায় এক হাজার ফুট লম্বা বোয়িং ৭৮৭- ড্রিমলাইনার বিমান টেনে নিয়ে যাচ্ছে টেসলার এসইউভি। ওই সময়ে সে বিমানে অল্প জ্বালানি ছিল, তবে কোনো যাত্রী বা মালামাল ছিল না।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেসলা জানিয়েছে, এটি টেসলার এসইউভির জন্য বড় একটি কৃতিত্ব। এই মডেলের গাড়ি সাড়ে পাঁচ হাজার পাউন্ড ওজন টেনে নিতে যেতে পারে। অবশ্য এবারই প্রথম নয়। ২০১১ সালে কান্তাস এয়ারওয়েজের একটি বোয়িং
৭৩৭-৮০০ বিমান এস্তোনিয়ার রানওয়েতে টেসলার মডেল এস পি৯০ ডির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল। প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বিমান জিতলেও বেশ মারমার কাটকাট প্রতিযোগিতা হয়েছিল সেবার।





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here