নারীদের পর্দা সর্ম্পকে জেনে নিন। - History VS Story

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 23, 2018

নারীদের পর্দা সর্ম্পকে জেনে নিন।





মুসলিম  এবং অমুসলিমদের মধ্যে একটি ভুল ধারনা  আছে যে ইসলাম নারীদের ছোটো করে রাখে,  আল্লাহ তায়ালা ইসলাম  সর্ম্পকে নারীদের অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহ তায়ালা  বলেনছেন তোমরা আমার কোরআনের বাহিরে কোন কাজ করবেনা  আমি তোমাদের যা আদেশ করেছি তা করিবে এবং যা তোমাদের নিষেদ করিছি তা থেকে বিরত থাকবে।
আর স্বামীর কথা মত চলার কথাও বলেছেন।


 ইসলাম শুধু নারীদের নয় পুরুষদের  পর্দার কথা বলে আছে  আর প্রথমে পুরুষদের কথা বলা হয়েছে তার পর নারীদের। যেমন কুরানের ২৪ নম্বার সুরার

 নম্বার আয়াতে পুরুষদের পর্দার কথা বলা হয়েছে। এর পরের আয়াতে অর্থাৎ ৩১ নম্বার আয়াতে নারীদের পর্দার নির্দেশ দেয়া হয়েছে। যদি পুরুষ এবং নারী উভয়ই শরীর ঢেকে রাখে তাহলে সমাজ থেকে

ধর্ষনব্যভিচারঅবৈধ সম্পর্ক অনেক কমে যাবে। সৌদি আরব ধর্ষন,ব্যভিচা্র বা অনান্য নোংরামীতে সবচেয়ে পিছিয়ে আছে। এর কারন হল পর্দা এবং ইসলামী শরিয়তের বাস্তবায়ন না করার কারনে

তাই আল্লাহ তায়াল্লা আমাদেরকে সঠিক ভাবে কোরআন হাদিস এবং পর্দা করে দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দিন আমিন।





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here